Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা পরিষদ কার্যালয় জীবননগর, চুয়াডাঙ্গা। গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তির আবেদন ফরম (বিনামূল্যে বিতরণের জন্য)
বিস্তারিত

আবেদনপত্রের  সাথে নিমেণণাক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ

 

 

(ক)     সংশিস্নষ্ট পৌরমেয়র/ইউপি চেয়ারম্যান প্রদত্ত নাগরিক সনদপত্র।                               

(খ)      অভিভাবকের আর্থিক অস্বচ্ছলতা সংক্রামত্ম সংশিস্নষ্ট পৌর মেয়র/ইউপি চেয়ারম্যান প্রদত্ত নাগরিক সনদপত্র।

(গ)      ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সংশিস্নষ্ট পরীক্ষাসমুহের Academic Transcript (মার্কশীট) এর           ফটোকপি।

(ঘ)      ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/সংশিস্নষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট           আকারের ১(এক) কপি ছবি।

(ঙ)      মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার  সমত্মানদের  ক্ষেত্রে পিতা/মাতার  মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের (কেন্দ্রীয়  কমান্ড           কাউন্সিল/মুক্তিযোদ্ধা  বিষয়ক  মন্ত্রণালয়  হতে প্রদত্ত সার্টিফিকেটের)  সত্যায়িত ফটোকপি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজ            কল্যাণ অধিদপ্তর থেকে প্রদত্ত সার্টিফিকেটের সত্যায়িত  ফটোকপি  দাখিল  করতে  হবে। আবেদন  পত্রের উপর           মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সমত্মানদের ক্ষেত্রে ‘‘মুক্তিযোদ্ধার সমত্মান’’ এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ‘‘প্রতিবন্ধী’’ কথাটি স্পষ্টভাবে লিখতে হবে।

বিঃ দ্রঃ - আবেদনপত্র  আগামী ১৫-৬-২০১৬খ্রিঃ তারিখের  মধ্যে উপজেলামাধ্যমিক শিক্ষা অফিস অথবা উপজেলা নির্বাহী অফিসারের  কার্যালয়ে পৌছাতে হবে। ধার্য তারিখের পরে কোন আবেদন গ্রহনযোগ্য হবেনা। অসুম্পর্ণ, ত্রম্নটিযুক্ত বা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
05/06/2016